রাইটার - মি. জোকার
আমার প্রথম ৩টি পোষ্টের মাধ্যমে আমি কালা যাদু, জ্বিন, কুফুরি/তাবিজ/বান নিয়ে বলেছি । অনেকে হয়ত এই বেপারে অনেক অবগত হয়েছেন । আর অনেকে বেপারগুলা জানেন কিন্তু এ থেকে বাঁচার উপায় জানেন না ।
আমি কালা যাদুর থেকে নিজেকে বাচানোর কিছু প্রথমিক বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর উপকারেও আসবে ।
তবে আমি ব্ল্যাক ম্যাজিক নিয়ে আগে কিছু বলতে চাই । এই ব্ল্যাক ম্যাজিকের অনেক গুলা শ্রেণী বিভাগ রয়েছে । এর মধ্যে কুফরি, ডাকিনি বিদ্যা, ট্যারোট কার্ড অন্যতম । এরা সবাই শয়তানের পূজা করে । তবে সব কুফরিকারী, ডাকিনিবিদ্যাকারী, ট্যারোট কার্ড রিডার কালা যাদুকর হলেও অনেক কালা যাদুকর এগুলা করে না । আবার সব শয়তানের পূজারি আবার কালা যাদু কর না। যেমন লাভেয়ান সাটানিজম এই জনগোষ্ঠীর কথা আলাদা (এরা শয়তানের পূজা করলেই এদের সব আলাদা বৈশিষ্ট্য রয়েছে )
তাহলে শুরু করা যাক , প্রথমেই বলে নেই সব ধর্মে বলা আছে যে মানুষ সৃষ্টির সেরা জীব, আর সৃষ্টিকর্তার উপরে আর কেউ নেই । তাই সকল পরিবেশে তার উপরে ভরসা রাখুন ।
আমরা ইসলাম ধর্মের যারা আছি তারা এসব থেকে নিজেকে বাচানো জন্যে নামায পড়ুন, আর ইশরাকের নামায পড়লে আপনাকে কেউ এইসব দ্বারা আপনার চুল পর্যন্ত ছিড়তে পারবে না, আর আপনি যদি আগে আক্রান্ত হয়ে থাকেন ,আর সেটি প্রথমিক অবস্থায় থাকে তাহলে তা ধ্বংস হবে । আর ঘুমানো আগে আয়তুল কুরসী , সূরা ইখলাস , আর ঘুমানো দোয়া ৩বার করে পড়ে ঘুমাবেন ।
হিন্দু যারা আছেন তারা আপনাদের পবিত্র শিব মন্ত্র দিনে ৭বার করে পরুন । কোন সমস্যা আপনাকে কিছু করতে পারবে না । (বেদ এর আলোকে)
বৌদ্ধ যারা আছেন আপনাদের ত্রিপদীতে কত নাম্বার খন্ডতে যেন আছে ভূলে গেছি, কষ্ট করে কমেন্ট করুন আমি মন্ত্র দিয়ে দিব ।
আর খ্রীষ্টান যারা আছেন তারা গোসেফ অফ ম্যাথিও পড়ুন ।
আর মানুষ মাত্রই ভূল। কোন কারনে কালা যাদুর কোন কিছু দ্বারা যদি আক্রান্ত হন তাহলে নিজ নিজ ধর্মে ধর্ম যাজকে সাথে যোগাযোগ করুন ।
তবে আমার ব্যক্তিগতে মতে কোন ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে না যাওয়াই ভালো এই বেপার নিয়ে । কারন তাদের দ্বারা কাজ করালে এটি অনেক ব্যায়বহুল আর অনুশীলন একটু কষ্টের ।
তবে আমার ব্যক্তিগতে মতে কোন ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে না যাওয়াই ভালো এই বেপার নিয়ে । কারন তাদের দ্বারা কাজ করালে এটি অনেক ব্যায়বহুল আর অনুশীলন একটু কষ্টের ।
[আজ এই পর্যন্তই, আর এটি প্রাথমিকভাবে কালা যাদু থেকে বাঁচার উপায় । আমি সুন্দরভাবে বুজাতে যদি না পেরে থাকি , তাহলে কমেন্ট করুন, আমি জানানোর চেষ্টা করব । কোন ভুল থাকলে (বিশেষ করে বানান ভুল)ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ]
More Horror Stories :
এক ভৌতিক হাসপাতাল
ডাকিনী - ১ by সানজিদা সুলতানা সুমা
নিষপাপ শিশুর আর্তনাদ
রহস্যে ঘেরা ভয়ংকর পুতুলের দ্বীপ!
More Horror Stories :
এক ভৌতিক হাসপাতাল
ডাকিনী - ১ by সানজিদা সুলতানা সুমা
নিষপাপ শিশুর আর্তনাদ
রহস্যে ঘেরা ভয়ংকর পুতুলের দ্বীপ!