রাইটার - Diyasha Diba
আমার বোনের বাসার ভয়ানক কিছু ঘটনা বলছি... আপু আমাকে যেভাবে বলসে সেইভাবেই বলছি....
নতুন বাসায় উঠার পর বেশ কিছুদিন ভালই ছিলাম। একদিন রাতে তোর ভাইয়া আসতে রাত করে আমি ঘুমিয়ে যাই। মনে হল পাশে কে যেন নরাচরা করছে আমার খেয়ালই ছিলনা তোর ভাইয়া এখনও আসেনি। যখন খুব জোরে জিনিসটা আমাকে ধাক্কা দেয় ঘুম ভেংগে গেল উঠলাম আসে পাশে দেখি কেউ নাই তখন মাথাই এল তোর ভাইয়া আসেনি। আমি ভয়ে রুম থেকে পাশের ভাড়াটিয়াদের রুমে দৌড় দেই। উনারা বলল কি হইসে সব খুলে বলার পর উনারা আমাকে দুয়া পরতে বলল। তোর ভাইয়া এলে সব বললাম সে শুধু হাসল বলল আজগুবি চিন্তা বাদ দাও তোহ। বেশ কয়দিন আমিও সব ভুলে গেলাম।
আবার শুরু হল..... একদিন রান্না করতে গিয়ে পাশের উঠানে আম গাছে পাশের ভাড়াটিয়ার ছোট ছেলেকে ঝুলতে দেখলাম আমি বলতে লাগলাম এই নিচে নামো পরে যাবা সে লাফ দিয়ে নেমে গেল। ভাবিকে ডেকে বললাম রাফি এত রাতে গাছে উঠলে পরে যাবে। ভাবি বলল কি আবোল তাবোল বকছেন রাফি তো অনেক আগেই ঘুমাইছে। আমি অবাক হয়ে গেলাম। কখনো রাতে কেউ দরজা নক করতো...কখনো পাশ দিয়ে কেউ হেটে যেত.. রাতে ঘুমালে কেউ চুল টান দিত তোর ভাইয়া কে বললে believe করত না। আমার শরীরও দিনে দিনে খারাপ হতে লাগল। তোর ভাইয়ার সাথে একদিন ঝগড়া করে অন্য রুম এ ঘুমাতে যাই সেইদিন যা হল আমার গায়ে কাটা দেয় এখনও মনে পরলে.... রুমে আতর এর তিব্র গন্ধ পেলাম ঘুম ভেংগে গেল মনে হল কে যেন আমাকে চুল টেনে তুলছে পাশেই দেখলাম একটি ছায়া বসে আছে। না কথা বলতে পারছিলাম না চিল্লাইতে। পাশের রুম থেকে তোর ভাইয়া গোঙানোর আওয়াজ পেয়ে রুম এ এসে লাইট দেয়ার সাথে সাথেই জিনিসটা ভেসে চলে গেল। ভেসে যাওয়াটা তোর ভাইয়াও দেখতে পায়। এর পর সে এক কবিরাজ নিয়ে আসে উনি বলে এই বাসায় জিনের আছর আছে উনি কিছু দুয়া কালাম তাবিজ দেয়। এরপরও অনেক সমস্যা চলতেই থাকে................