আমার জীবনের অমীমাংসিত একটি ঘটনা বলতে চাচ্ছি!! যা আমাকে বার বার ভাবায় আর চিন্তায় ফেলে দেয়।। ঘটনাটি শুরু হয় ২০০৬ সালে যখন আমি বুঝের হই তখন থেকে বয়স আনুমানিক ১৩ একটি সপ্নের মাধ্যমে।। সপ্নটি ছিল এরকম, আমি কোন একটি পুরাতন জায়গায় হাটছি আর ওই স্থানটি ছিল একেবারে নির্জন আর নিরিবিলি।। আমি হাটতে হাটতে সেখানে তেমন কাউকে দেখতে পাই না।। তো এভাবে হেটে হেটে অনেক বাড়ি পার করে আমি ক্লান্ত হয়ে যাই,একটা সময় আমার পানির পীপাসা লাগায় আমি একটি বাড়ির সামনে দাড়াই কাওকে ডাক দেই কিন্ত কেউ সারা দেয় না। এজন্যে আমি আরেকটু এগিয়ে তার দরজার সামনে ডুকতেই আমার সপ্ন ভেঙ্গে যায়। বাড়ির দরজা জানালা গুলো সব খোলা ছিল। তারপর আবারো ঠিক কয়েকদিন পর আমি একই সপ্ন দেখি ওই বাড়িটার সামনে গেলেই আমার সপ্ন ভেঙ্গে যায়। এভাবে আমি প্রায় একই সপ্ন দেখতাম ঘুম ভাংলে আমার অনেক ভয়ও লাগতো কিন্ত কাওকে কিছু বলতাম না। ২০০৭ সাল আসার পর আমি আর সপ্নটা দেখিনি কিন্তু ২০০৮ সালে তখন আমার এস এস সি পরীক্ষা তাই ঘুমাতাম অনেক কম আর ওই সময়ই আবার আমি একই সপ্ন দেখি হঠাৎ অনেকদিন পর সপ্নটা দেখায় আমার অনেকটাই ভয় কাজ...